দেবতুল্য কার্যকর্তার ঘর গুঁড়িয়ে দিলেন ঠিকেদার !ঘটনা উদয়পুর ধ্বজনগর বুড়িরমাঠ এলাকায়, মহিলার পাশে কংগ্রেস।চরম বর্বরতা। কোথায় মন্ত্রী? কোথায় মন্ডল? আপনার দলের দেবতুল্য কার্যকর্তার সাথে এমন অমানবিক আচরন! ঠিকাদারদের কাছে সবাই বিক্রি? ছিঃ ছিঃধজনগর বুড়ির মাঠ এলাকায় বিজেপির পঞ্চায়েত প্রাক্তন সদস্যা মল্লিকা দাসের সরকারি ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ঠিকাদার। নিরব দর্শক শাসক দল। খবর পেয়ে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনা স্থল পরিদর্শন করলাম। মল্লিকা দাসের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস।