ফটিকরায় বিধানসভার অন্তর্গত জগন্নাথপুর বাজারে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে নবনির্মিত মৎস্য বাজারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।পাশাপাশি দপ্তরের পক্ষ থেকে প্রকৃত মৎস্য ব্যবসায়ীদের হাতে ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। নবনির্মিত এই বাজার শেড উন্মুক্ত হওয়ায় জগন্নাথপুর এলাকার মৎস্য ব্যবসায়ী সহ স্থানীয়রা ভীষণভাবে উপকৃত হবেন বলে জানান তিনি।