বৃহস্পতিবার দুপুর বেলা বারোটা নাগাদ সাত্চাঁদ ব্লক অন্তর্গত কালাডেপা বিপিন সরদার পাড়া এলাকার মনু বাজার থানায় পুলিশের অত্যাচারে মৃত বাদল ত্রিপুরার বাড়িতে আসলেন বিজেপি দলের রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক। উনার এই সফরকালে সফরসঙ্গী হিসেবে ছিলেন ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ। এদিন বিজেপির নেতৃত্ব সুবল ভৌমিক কথা বলেন মৃত বাদল ত্রিপুরার পরিজনদের সাথে।শুনেন তাদের বক্তব্য। কথোপকথন শেষে প্রদেশ বিজেপির পক্ষ থেকে আগত নেতৃত্ব ১০ হাজার টাকা তুলে দেন ভুক্তভোগীদের হাতে এবং আগামী দিনের পথ চলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা লাঘব করার লক্ষ্যে পাশে থাকার বার্তা দেন নেতৃত্ব সুবল ভৌমিক। পরিশেষে বিধায়ক মাইলাফ্রু মগ সংবাদমাধ্যমকে জানান বাদল ত্রিপুরার পরিবারের সাথে উক্ত বিধানসভা এলাকার সমস্ত দলীয় নেতৃত্ব প্রতিনিয়ত খবররা খবর করছেন যাতে করে নিহত বাদল ত্রিপুরার পরিবারকে একটি চাকুরীর ব্যবস্থাসহ তার অন্তিম ক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত ধরনের সুযোগ সুবিধার হাত বাড়িয়ে দেওয়া যায়।