ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বৈষ্ণবপুর থেকে ৫ জন বাংলাদেশী নাগরিক ও ৩ জন ভারতীয় নাগরিক কে গ্রেপ্তার করেন সাব্রুম থানার পুলিশ!
সাব্রুম থানায় নিয়ে আসেন এই আটজনকে।আট জনের মধ্যে একটি শিশু এবং দুইজন নাবালিকা রয়েছে।বাকি ৫ জনের নাম হলো শম্ভু পাল, বয়স ৬০ বৎসর,মুহুরীপুর, ভারত,নন্দিতা পাল,বয়স ২৭ বৎসর,মুহুরীপুর,ভারত,খোকন দে,বয়স ৪০ বৎসর,রামগড়,বাংলাদেশ,শিউলী দে,বয়স ৪৮ বছর,রামগড় বাংলাদেশ,রিয়া দে,বয়স ২০ বৎসর,বাড়ী রামগড় বাংলাদেশ।জানা যায় ভারতের মুহুরী পুরের শম্ভু পালের মেয়েকে বিয়ে দেন বাংলাদেশ রামগড়ে।আজ সকাল ৮ ঘটিকায় বাংলাদেশ রামগড় থেকে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের বৈষ্ণবপুরে চলে আসেন তারা।সাব্রুম থানার ওসি অপু দাসের তৎপরতায় বৈষ্ণবপুর একটি রাবার বাগান থেকে তাদের গ্রেপ্তার করে সাব্রুম থানায় নিয়ে আসেন।সাব্রুম থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছেন।