বিদ্যুৎ দপ্তরের তুঘলকী ফরমানের বিরুদ্ধে অর্থাৎ বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে “আজ ৫ ই নভেম্বর পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে কুমারঘাট শহরে বিক্ষোভ মিছিল করে গ্রাহকদের স্বার্থে কুমারঘাট বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করেন, সেখানে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া ব্লকের সভাপতি অসিত দেব, কংগ্রেস নেতা সত্যবান দাস, সমীরণ দাস, সুভাষ দাস, স্বাগত দাস, সৌরভ চক্রবর্তী, রিন্টু লাল দেব,সৌরভ চক্রবর্তী সহ দলের বিভিন্ন নেতৃত্ব ও দলীয় সমর্থকরা। যদি সরকার এই বিষয় নিয়ে যদি কোন বিবেচনা না করে তাহলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।