প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে উন্নততর ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে মঙ্গলবার সকালে বিশালগড় গোলাঘাটি বাইপাস সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মন, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, ব্লক কংগ্রেস সভাপতি সহ বিশালগড় বিধানসভার বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা। এদিনে কংগ্রেসের সংহতি পদযাত্রা কে কেন্দ্র করে বিশালগড় থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে মোতায়েন করা হয় সিআরপিএফ জোওয়ান টি এস আর বাহিনী। সংহতি পদযাত্রাটি বিশালগড় বাইপাস থেকে শুরু করে নদীলাক, ধ্বজনগর বাইদ্যারদীঘি পর্যন্ত পরিক্রমা করেন। কংগ্রেসের এই সংহতি পদযাত্রায় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। হঠাৎ করে বিশালগড় বাইপাস সড়ক এলাকায় বন্দেমাতরম স্লোগান শুনতে পেয়ে আতকে উঠে এলাকাবাসী। এ যেন হঠাৎ করে বিশালগড়ে জেগে উঠল কংগ্রেস। কেননা বিশালগড়ে কংগ্রেসের যখনই কোন কর্মসূচি পালন করা হয়েছিল সেদিনই ছোটখাটো হলো রাজনৈতিক সংঘর্ষ ঘটে ছিলো। তবে এবারে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন কংগ্রেসের এই সংহতি পদযাত্রা কে কেন্দ্র করে যেন কোনরকম রাজনৈতিক অশৃংখল পরিস্থিতি তৈরি হতে না পারে সেদিকে লক্ষ্য রেখে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তের নির্দেশে প্রচুর সিআরপিএস ও টি এস আর জোওয়ান মোতায়েন করেছেন। এক কথায় এদিনের কংগ্রেসের সংহতি পদযাত্রাটি সার্থক রূপ পেয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা নিয়ে কুমারঘাটে সরব কংগ্রেস
Next post মাদকাসক্তি এবং মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ে সচেতনতা ও শিক্ষা বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত
%d bloggers like this: