খুলতে গিয়েছিলেন ট্রেনের কাপলিং। ভয়ঙ্কর পরিণতি হল রেলকর্মীর। ট্রেনের দুই কামরার মাঝে আটকা পড়ে গেলেন রেলকর্মী। চাপা পড়ে মৃত্যু হল রেলকর্মীর। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল বিহারের বেগুসরাইয়ে।

আজ, শনিবার দুপুরে বেগুসরাইয়ের বারাউঞ্জ জংশনে আসে লখনউ-বরাউনি এক্সপ্রেস। ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ট্রেনটি। সেই সময় ডিউটিতে ছিলেন অমর কুমার রাও নামক এক রেলকর্মী। তিনি রেললাইনে নামেন ট্রেনের কাপলিং খুলতে।

রেল সূত্রে খবর, যখন অমর কুমার ট্রেনের কাপলিং খুলছিলেন, সেই সময় হঠাৎ পিছিয়ে যায় ট্রেন। দুই কামরার মাঝখানে আটকে যান ওই রেলকর্মী। প্রাণ বাঁচাতে চিৎকার করেন ওই রেলকর্মী। স্টেশনে উপস্থিত লোকজনেরাও দেখতে পান যে দুই কামরার মাঝে আটকে রয়েছেন ওই ব্যক্তি।

এদিকে, হইচই পড়ে যেতেই ট্রেনের চালক ভয় পেয়ে ট্রেন থেকে নেমে পালিয়ে যান। এরফলে ট্রেনটিও আর এগোনো যায়নি। ইঞ্জিন পিছোতে পিছোতে ওই রেলকর্মীকে চাপা দিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

ধরা পড়েছে অমানবিকতার ছবিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, যখন ওই রেলকর্মী দুই কামরার মাঝে আটকে পড়ে প্রাণ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, সেই সময় স্টেশনে যাত্রীরা ছবি তুলছেন। রেলের তরফে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post হাসপাতাল না আবর্জনার স্তূপ ধরা মুশকিল!
Next post এক উশৃঙ্খল মহিলার দায়ের আঘাতে গুরুতরভাবে আহত আরেক মহিলা!
%d bloggers like this: