পাঁচ দফা দাবিতে রবীন্দ্রনগর ডিজিএম অফিসে ডিজিএম এর নিকট ডেপোটেশন প্রদান করল ডি ওয়াই এফাই সোনামুড়া বিভাগীয় কমিটি। বিদ্যুৎ দপ্তরের বর্ধিত বিদ্যুৎ বিল বাতিল করতে হবে, তিনবার অনলাইন রিচার্জ করার পর গ্রাহকদের কাছ থেকে অধিক টাকা আদায় বন্ধ করতে হবে, সম্পূর্ণ বিদ্যুৎ পরিষেবা কন্ট্রাক্টরদের হাতে তুলে দেওয়া বন্ধ করতে হবে প্রমূখ। এদিন তারা ডিজিএম ডি জি এম মৃত্যুঞ্জয় দাস এর নিকট ডেপুটেশন প্রদান করেন। প্রথমে সংগঠনের বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা এবং সভাপতি মো সেলিম এর নেতৃত্বে একটি মিছিল সংঘটিত হয় রবীন্দ্র নগর বাজারে একটি মিছিল সংঘটিত করা হয়। এরপর টিজিএম অফিসের সামনে এসে মিছিল থেকে সম্পাদক ইন্দ্রজিৎ সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিজিএম এর সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন। ডেপুটেশন শেষ ে সম্পাদক ইন্দ্রজিৎ সাহা জানান ডিজিএম দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং স্থানীয় দাবিগুলি অতিসত্বর পূরণ করা হবে বাকি সার্বিক বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বছরে নেবেন বলে আশ্বস্ত করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শান্তিতে নোবেল পাবেন মোদী? কেন হঠাৎ এই প্রসঙ্গ? পড়ুন
Next post সুখবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিসেম্বরেই ৭% ডিএ বৃদ্ধি, নতুন বছরে আরও বড় উপহার
%d bloggers like this: