আবারও নাবালিকা ধর্ষন! ঘটনা কৈলাসহরের ইরানী থানা এলাকা!! ধর্ষন কান্ডে যুক্ত দুই যুবককেই গ্রেফতার করে দশ ডিসেম্বর বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে ইরানি থানার পুলিশ। আদালত দুই অভিযুক্তকেই কৈলাসহর জেলে প্রেরণ করেছে এবং আগামী কুড়ি ডিসেম্বর ফের দুই অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার ব্যাপারে ইরানি থানার ওসি অরুনদয় দাস সংবাদ প্রতিনিধিদের জানান যে, চলতি মাসের আট ডিসেম্বর বিকেলে দুই যুবক ইরানি থানাধীন পনেরো বছরের এক নাবালিকাকে ফোন করে বাড়ি থেকে বের হয়ে তাদের সাথে দেখা করতে বলে। যদিও দুই যুবকের সাথে নাবালিকার পূর্ব পরিচয় ছিলো। যুবকদের ফোন পেয়ে নাবালিকা যথারীতি তাদের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হলে দুই যুবক নাবালিকাকে বাইকে তোলে লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে দুই যুবক নাবালিকাকে ধর্ষন করে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরবর্তী সময়ে লাটিয়াপুড়া গ্রামের মানুষ জঙ্গলে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় পেয়ে ইরানি থানায় খবর দেয়। খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইরানি থানায় মামলা করা হলে মামলাটি পুলিশ রেজিষ্ট্রি করে তদন্তে নামে। মামলার নম্বর ৮৮/২০২৪. ফোনের সূত্র ধরেই পুলিশ দুই অভিযুক্তকে সনাক্ত করে এবং তাদেরকে গ্রেফতার করে। অভিযুক্ত দুই যুবক ৩৫বছরের ফারুক উদ্দিন এবং ২৫বছরের মানিক মিয়ার বাড়ি সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার আটচল্লিশ ঘন্টার পূর্বেই ইরানি থানার পুলিশ দুই অভিযুক্ত যুবককে আটক করে দশ ডিসেম্বর আদালতে প্রেরণ করায় ইরানি থানার পুলিশের ভুমিকায় সাধারণ মানুষেরা সন্তোষ প্রকাশ করছেন।