ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছে রাজ্যের মানুষ। আগামী কিছুদিন মধ্যে ১৫০০ শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে।বৃহস্পতিবার সোনামুড়া মহকুমার নলছড়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।

আজ ছিল নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মনের জন্মদিন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিনকে সেবা দিবস হিসেবে পালন করে আসছেন। প্রধানমন্ত্রী থেকে উৎসাহিত হয়ে নিজের জন্মদিনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নিজ বিধানসভা এলাকার সরকারি সুবিধা প্রাপকদের বিভিন্ন সুবিধা প্রদান করেন বিধায়ক কিশোর বর্মন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে নলছড়ের প্রায় ৩০০০ সুবিধা ভোগীকে প্রদান করা হয় বিভিন্ন সুযোগ সুবিধা। একই সাথে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে একটি এম্বুলেন্স ও একটি মোবাইল টেস্টিং ভ্যানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ভাষণ রাখতে গিয়ে বিধায়ক বলেছেন তার আগে কোন সরকারের আমলে এতো বেশি সংখ্যক সুবিধাভোগীকে একযোগে এতো পরিমান সুবিধা প্রদান করা হয়নি।
বাইট – বিধায়ক
নলছড় দশমীঘাট মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে ভাষণ রাখতে গিয়ে বলেছেন ডাবল ইঞ্জিনের সরকার চলছে বলেই তা সম্ভব হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছে আগামী কিছু দিনের মধ্যে ১৫০০ শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে।
বাইট – মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , নলছড়ের বিধায়ক কিশোর বর্মন , পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন স্বপন কুমার দাস , জেলাশাসক সির্দ্ধাথ শিব জয়সওয়াল , পুলিশ সুপার বি.জে রেড্ডি প্রমুখ। ছাত্রীদের সাইকেল প্রদান সহ ,মৎস্য সম্পদ যোজনা , PMEGP থেকে শুরু করে আয়ুষ্মান বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের আনুষ্ঠানিক ভাবে সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী। আগামী কিছুদিনের মধ্যে বাকি সুবিধাভোগীদের প্রদান করা হবে এই সরকারি সুবিধা গুলি। অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ইউনুসের নতুন চাল? শেখ হাসিনাকে ভারতের হাত থেকে চায়নি বাংলাদেশ
Next post অটো এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৮ জন! ঘটনা বিশ্রামগঞ্জে
%d bloggers like this: