চুরি করতে গিয়ে গনরোষে মারা গেল সহিদ মিয়া ওরফে মালু মিয়া নামে এক মুসলিম যুবক। পিতা রশিদ মিয়া। এই ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে কমলপুর থানার কোচাইনালা পঞ্চায়েতের নাগবংশী গ্রামে। মৃত চোরের বাড়ি কমলপুর নগর পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের মুসলিম পাড়ায়। এই ঘটনায় ওই গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরনে জানা গেছে, সহিদ মিয়া ছেচকা চোর নামে পরিচিত ছিল। বিভিন্ন সমর চুরির সাথে যুক্ত থাকার কারনে পুলিশ বহুবার গ্রেপ্তার করেছিল সহিদকে। সহিদ মিয়া বিভিন্ন ধরনের নেশার সাথে যুক্ত ছিল। ফলে চুরি করা ছিল তার পেশা। বৃহস্পতিবার ভোরে তার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সুরমা বিধানসভা কেন্দ্রের নাগবংশী গ্রামে তার ক্ষতবিক্ষত মৃতদেহ রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা কমলপুর থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ সনাক্ত করে ময়না তদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মর্গে পাঠায়। সংবাদে প্রকাশ, বুধবার গভীর রাতে ওই গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার চুরি করতে গিয়ে ধরা পড়ে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গনধোলাই দেয়। ঘটনা স্থলে মৃত্যু হলে মৃতদেহটিকে টেনে হিঁচড়ে রাস্তার মধ্যে এনে ফেলে যায়। এই ঘটনায় কমলপুর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আজ রাতেই আছড়ে পড়বে সিত্রাং ঘুর্নি ঝড়? দেখুন কি বলছে আবহাওয়া দপ্তর
Next post বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস উদযাপিত
%d bloggers like this: