মহকুমা প্রশাসন এবং জেলা চাইল্ড প্রটেকশন ইউনিটের যৌথ প্রচেষ্টায় উদ্ধার এক নাবালিকা! ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা ডি.এম কলোনি এলাকায় মঙ্গলবার পড়ন্ত বিকেলে।

সংবাদে প্রকাশ, খোয়াই জেলার চাইল্ড প্রটেকশন ইউনিটের নিকট একটি খবর আসে যে খোয়াই মহকুমার ১৬ বছর বয়সী একটি নাবালিকা কন্যাকে মাইগঙ্গা ডি.এম কলোনি এলাকায় বিশ্বজিৎ শীল নামের এক যুবকের সঙ্গে পালিয়ে আসে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যথারীতি এই খবর পাওয়া মাত্র খোয়াই জেলার চাইল্ড প্রটেকশন ইউনিট তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের সহযোগিতায় ডি.সি.এম অঞ্জন দাস গত সোমবার ওই যুবকের বাড়িতে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের খবর পেয়ে গত সোমবার ওই যুবক ও নাবালিকা মেয়েটি গা ঢাকা দেয়। যদিও পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় মঙ্গলবার ডি.সি.এম অঞ্জন দাস সহ খোয়াই জেলার চাইল্ড প্রটেকশন ইউনিটের দুই সদস্য এল.সি.পি.ও প্রশান্ত দেববর্মা এবং সমাজসেবী শ্রাবন্তী দেবনাথ, তেলিয়ামুড়া থানার পুলিশের উপস্থিতিতে পুনরায় ওই বাড়িতে গিয়ে ওই নাবালিকা কন্যাকে উদ্ধার করতে সক্ষম হয়। অন্যদিকে ওই যুবক বিশ্বজিৎ শীল বাড়ি থেকে গা ঢাকা দেয় বলে খবর। পরবর্তীতে প্রশাসনিক সহযোগিতায় খোয়াই জেলার চাইল্ড প্রটেকশন ইউনিটের কর্মীরা ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় খোয়াই জেলার চাইল্ড প্রটেকশন ইউনিটের অফিসে এবং সেখান থেকে ওই নাবালিকার অভিভাবকদের সঙ্গে আলোচনাক্রমে ওই নাবালিকাকে পরিবারের লোকজনদের হাতে হস্তান্তর করা হবে বলে জানান ডি.সি.এম অঞ্জন দাস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শান্তিরবাজার বি জে পি’র ধিক্কার মিছিল! প্রমোদ রিয়াং উন্নয়নের কান্ডারী বলে দাবী কর্মীদের
Next post মহাকুম্ভের কোটি কোটি তীর্থযাত্রীদের ভারতীয় রেলের উপহার! পরিষেবায় বিরাট চমক
%d bloggers like this: