কল্যাণপুর থানাধীন তুইহাসিং এডিসি ভিলেজের হাজারি পাড়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যা রাতে পুলিশের একটি গোপন অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকার। এছাড়া অভিযানে অংশগ্রহণ করেন এসআই রঞ্জিত সরকার, এসআই অঞ্জন দেব্বর্মা, এএসআই হিমানী দেব্বর্মা, থানার অন্যান্য পুলিশ এবং টিএসআর বাহিনী। পুলিশের দাবি অনুযায়ী, গোপন সূত্রে খবর পাওয়ার পর সন্ধ্যার মধ্যে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযানে বের হন। অভিযানে এলাকায় প্রায় দুইশত পরিপূর্ণ গাঁজা গাছ ধ্বংস করা হয়, যার বাজার মূল্য আনুমানিক তিন লাখ টাকা। অভিযানের বিষয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকার বলেন, খবর পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই আমরা অভিযান চালিয়ে সফল হয়েছি। স্থানীয় এলাকায় বেআইনি কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আমরা সবসময় প্রস্তুত। এমন সাফল্য একদিকে পুলিশের দক্ষতা ও তৎপরতা প্রমাণ করে, অন্যদিকে এলাকায় বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তাদের কঠোর মনোভাবের ইঙ্গিত দেয়। তবে অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এলাকার বাসিন্দাদের মধ্যে অনেকেই পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশের এই পদক্ষেপ জনসাধারণ শান্তি ও সুরক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবে। অভিযানের পর পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এমন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অফিসের সামনে যান দুর্ঘটনা! আহত হন ২জন।
Next post ব্যাঙ্কে তালা ঝুলিয়ে ‘নিমন্ত্রণ বাড়িতে’ কর্মীরা ! হেনস্তার শিকার গ্রাহকরা
%d bloggers like this: