
জানা যায় বুধবার সন্ধ্যায় বিশালগড় জাঙ্গালিয়া মহাদেব বাড়ির সংলগ্ন সড়কে TR076409 নাম্বারের বাইকের সঙ্গে একটি অটো গাড়ির সংঘর্ষ ঘটে এতে অটো গাড়িটি ঘটনার স্থলে পালিয়ে যায়। বাইকে থাকা চালক সঞ্জিত ঋষি দাস রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে তারা দ্রুত ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত সনজিত ঋষি দাসের অবস্থা আশঙ্কা জনক জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক।