সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যের বিরোধীতায় সরব মোটর স্ট্যান্ড কর্তৃপক্ষ। ঘটনা সোনামুড়া মোটর স্ট্যান্ড।
আজ অর্থাৎ বুধবার রাজধানীতে সংগঠিত হচ্ছে বামেদের সমাবেশ। রাজ্য ের প্রত্যেকটি মহাকুমা থেকে ই সংগঠনের সমর্থকরা অংশ নেবে এই সমাবেশে। সেই কারণে সোনামুড়া মোটর স্ট্যান্ডের অন্তর্গত বিভিন্ন যানবাহন ভাড়া চেয়েছে সংগঠনের পক্ষ থেকে, কিন্তু সেখানে নাকি বলা হয়েছে বামেদের সমাবেশে যেই যানবাহন যাবে সেগুলিকে অনির্দিষ্টকালের জন্য বসিয়ে রাখা হবে। সামাজিক মাধ্যমে এরূপ তথ্য প্রচারিত হওয়ায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বি এমএস পরিচালিত সোনামুড়া মোটর স্ট্যান্ড কর্তৃপক্ষ। বাস চালকদের সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনা তীব্র নিন্দা জানান bms পরিচালিত সোনামুড়া মোটর স্ট্যান্ডের সেক্রেটারি ইউসুফ মিয়া, ছিলেন সভাপতি সেলিম মৈসান ও।