লোন দেবার নাম করে মানুষের সঙ্গে প্রতারণার শিখার এক যুবক!ঘটনা কুমারঘাট এসি কমপ্লেক্স এলাকায়।
আটকৃত যুবক কুমারঘাট SBI নামক একটি ট্রেনিং কর্মরত, আটককৃত যুবক মানুষের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করে কিছু মানুষকে বোকা বানিয়ে হপ্তা কামাইয়ের চেষ্টা করছে,
আটকৃত যুবকের নাম সহদেব দেববর্মা,
তাকে মঙ্গলবার বিকেলে কুমারঘাট এসি কমপ্লেক্স এলাকায় রাস্তার মধ্যে যাদের কাছ থেকে লোন দেবার নাম করে টাকা নিয়েছে, তারা একত্রিত হয়ে তাকে পাকড়াও করে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়, এবং খবর পেয়ে এলাকাতে পুলিশ দ্রুত গিয়ে তাকে আটক করে কুমারঘাট থানায় নিয়ে আসে, জানা গেছে ফটিকরায় শ্রীপুর, শান্তিরবাজার , এবং কুমারঘাট বেচছড়া এলাকার এক মহিলার কাছ থেকে সে কিছু টাকা এনেছিল, তারা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়,
এমনটাই এলাকার এক প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী ও আটকৃত যুবক পাল্টাপাল্টি সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
করেন,
এখন দেখার বিষয় কুমারঘাট থানার পুলিশ এই ঘটনা নিয়ে কি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে তা নিয়ে তাকিয়ে আছে এলাকার মানুষ।