বিধায়িকার জন কল্যাণমুখী পরিকল্পনায় কমলাসাগর উন্নয়ন ও সম্ভাবনার আলোকিত পথে।কসবেশ্বরী মন্দিরের প্রবেশ দ্বার গকুলনগর রাস্তার মাথায় রাজকীয় গেইট ও কমলা দেবীর মূর্তি স্থাপনের উদ্যোগ নিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব। নির্বাচনী প্রচারে মানুষের স্বপ্ন, প্রত্যাশা ও সমস্যার কথা শুনে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তিনি প্রতিশ্রুতি গুলি অক্ষরে অক্ষরে পালন করছেন। বিধায়িকা অন্তরা সরকার দেবের নানা উন্নয়ন প্রকল্পে যেমন ভাবে বদলে গেছে কমলাসাগরের প্রধান পর্যটন কেন্দ্র কসবেশ্বরী মন্দির চত্বর। এমনিভাবে বদলে গেছে কমলাসাগরের প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটের চেহারা। বিভিন্ন বেনিফিশিয়ারির মাধ্যমে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। ইতিমধ্যে গকুলনগর রাস্তারমাথা এলাকায় কসবেশ্বরী মায়ের মন্দিরের প্রবেশ পথের প্রবেশদ্বারে কমলাদেবীর মূর্তি স্থাপন ও গেইট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণে খুশির হাওয়া সর্বত্র।এক কথায় কমলাসাগরের জনকল্যাণমুখী উন্নয়ন ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নিরলস পরিশ্রম করে চলেছেন। তিনি সর্বদাই বলে থাকেন জনগণের আশীর্বাদ, ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি।