2023 বিধানসভা নির্বাচনে 60 টি আসনের মধ্যে 60 আসনে জয়ী হবে বিজেপি দল | সিপিএম মুছে যাবে রাজ্য থেকে | বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য |৩৪ রাজনগর মন্ডল এর উদ্যোগে রাজনগর স্কুল মাঠে তফশিলি জাতি মোর্চার প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তফশীলি জাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য। বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য্য প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, তফশীলি জাতি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি তথা বিধায়ক শংকর রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে শনিবার ৩৪ রাজনগর মন্ডলের বিভিন্ন এলাকা থেকে 127 পরিবারের ৪৩২ ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য এবং তপশীলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি লাল সিং আর্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের জনসভায় উপস্থিতির হার ছিল লক্ষণীয়। বক্তব্য রাখতে গিয়ে প্রদের সভাপতি রাজিব ভট্টাচার্য্য বিজেপি দলের উন্নয়নের খতিয়ান তুলে ধরে সিপিএম এবং কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তপশিলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি লাল সিং আর্য ও একই রকম ভাবে দেশের প্রধানমন্ত্রীর উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। সব বক্তাই ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি দল ৬০ এ ৬০ আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে প্রত্যয়ের সঙ্গে ঘোষণা দেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আরও বলেন , রাজনগর বিধানসভা কেন্দ্র থেকেও 2023 বিধানসভা নির্বাচনে সিপিআইএম মুছে যাবে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মার হাত ধরে উদ্ভোধন হল রাজ্যের একমাত্র বায়ো ভিলেজ সোলার হ্যামলেট
Next post CPIM পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক সেচ্ছা রক্তদান শিবির
%d bloggers like this: