নাবার্ড, ত্রিপুরা আঞ্চলিক কার্যালয় ও ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড একটি কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় ২৪ টি প্রাইমারি এগ্রিকালচারাল এন্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টি প্রপোজ সোসাইটি কে পরিকাঠামো সহায়তার লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিল থেকে এক লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়।
আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কোটমিরে , তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায় সহ অন্যান্যরা।
নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কোটমিরে প্রাইমারি এগ্রিকালচারাল এন্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টি প্রপোজ সোসাইটির পরিকাঠামো উন্নত করার গুরুত্বের উপর জোর দিয়ে কর্মশালায় নির্দেশনা দেন। তিনি ব্যাখ্যা করেছেন যে ব্যাপক সহায়তা পরিকল্পনার মাধ্যমে যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে তার লক্ষ্য কৃষক এবং গ্রামীণ সম্প্রদায়কে আরও ভালভাবে সেবা করার জন্য সমবায় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা, তাদের আরও স্থিতিস্থাপক এবং স্বনির্ভর করে তোলা।

অবকাঠামো উন্নয়ন তথা ডিজিটাইজেশন প্রাইমারি এগ্রিকালচারাল এন্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টি প্রপোজ সোসাইটি কে তাদের কর্মক্ষমতা উন্নত করতে এবং কৃষক সম্প্রদায়কে প্রয়োজনীয় ঋণ ও পরিষেবা প্রদানে সহায়তা করতে সক্ষম করবে। এই পদক্ষেপটি সমবায়কে আরও শক্তিশালী করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ১৭ পরিবারের ৫৮ ভোটার শরিক দল ত্যাগ করে শাসক দলের যোগদান! টাকারজলা আমতলী পাড়া এলাকায়।
Next post ক্রীড়া দপ্তরের উদ্যোগে ক্রিড়া প্রতিভা অনুসন্ধান কর্মসূচি দক্ষিণ জেলায়
%d bloggers like this: