দক্ষিণ জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ক্রিড়া প্রতিভা অনুসন্ধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার সকাল দশটায় বিলোনিয়া উত্তর বিলোনিয়া স্কুল মাঠে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা।দক্ষিণ জেলার বিভিন্ন স্কুলের বাছাই কৃত বালক বালিকারা জেলা ভিত্তিক খেলায় অংশ গ্রহন করে। চৌদ্দ বৎসরের নিচে বালক বালিকারা খোখো,কবাডি,এবং দশ বৎসরের নিচে বালক বালিকারা এথলেটিক্স, ফুটবল, খেলায় অংশ গ্রহন করে। সেখান থেকে বাছাই কৃত খেলোয়াড়েরা রাজ্য স্তরে অংশ গ্রহন করবে বলে জানায় আয়োজকদের পক্ষ থেকে। দক্ষিণ জেলা যুব বিষয়ক ক্রিড়াদপ্তরের আয়োজিত স্পোর্টস টেলেন্ট সার্চ খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, ত্রিপুরা স্পোর্টস বোর্ডের সদস্য দীপায়ন চৌধুরী, দপ্তরের আধিকারিক মিহির শীল,সহ অন্যান্যরা।