লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা বাজারে বিগত দুই বছর ধরে জমানো নোংরা আবর্জনার স্তূপ থাকায় জনসাধারণের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। পাশাপাশি মানুষজনের বাড়িঘরে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয় এক গ্রামবাসী জানিয়েছেন, ছৈলেংটা বাজারে নোংরা আবর্জনা ফেলার কারণে বাজারে আসতে পারছেনা মানুষজন। বাজার কমিটি থেকে শুরু করে সাফাই কর্মীদের এই বিষয়ে জানানো হলে ও তারা এই নোংরা আবর্জনা সরানোর জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছে না। ছৈলেংটা বাজারে অনেক খালি জায়গা রয়েছে, সেই জায়গায় নিয়ে গিয়ে যদি আবর্জনা গুলো ফেলা হয় তাহলে মানুষজন এই নোংরা দুর্গন্ধ থেকে মুক্ত পাবে।ছৈলেংটা বাজারে আবর্জনা ফেলার জায়গা দিয়ে মানুষজন যাতায়াত করতে পারছে না। তাছাড়া বাচ্চাদের এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে ও চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। যত দ্রুত সম্ভব এই নোংরা আবর্জনা অন্যত্র নিয়ে ফেলার জন্য বাজার কমিটি থেকে শুরু করে সাফাই কর্মীদের নিকট দাবি তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা।
