১৯৫১ সালের ৯ ই মার্চ জোলাইবাড়ীর শিক্ষানুরাগী ও এলাকার শুভবুদ্ধী সম্পন্ন লোকজনদের হাতধরে জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের পথচলা শুরুহয়েছে। ২০২৫ সালের ৯ ই মার্চ বিদ্যালয় ৭৫ বছরে পদারর্পন করবে। আগামী ৯ ই মার্চ ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দ্যোগে অনুষ্ঠীতহতেযাচ্ছে প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান। একগুচ্ছ কর্মসূচীনিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠীত করাহবে। অনুষ্ঠানকে কেন্দ্রকরে আগামী ৮ ই মার্চ সন্ধ্যায় অনুষ্ঠীত করাহবে মশাল রেলি। ৯ ই মার্চ সকালবেলায় অনুষ্ঠীত করাহবে প্রভাতফেরী। ৯ই মার্চ সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠানের শুভসূচনা করবেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। অনুষ্ঠানে বিদ্যালয়ে বর্তমান শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী ও প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রীরা উপস্থিত থাকবে। অনুষ্ঠানের সার্বিকদিকগুলো সংবাদমাধ্যমের সামনে তুলেধরলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক দীপক রায়।