মধুপুর সিনেমা হলের সামনে কমলাসাগর রাস্তার মাতা সড়কে ত্রিমুখী যান দুর্ঘটনায় আহত বাইক চালক, ঘটনাস্থল থেকে পালিয়ে যাই বোলেরো গাড়ি। দুর্ঘটনায় ভেঙে চুরমার পালসার বাইক। দুমড়েমুচড়ে যায় তৃতীয় সুজুকি কোম্পানি গাড়ি। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। জানাযায় TR07E6977 নাম্বার বাইক নিয়ে এক যুবক মধুপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ঠিক উল্টো দিক থেকে দ্রুত গতিতে বোলোরো নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে স্বজোরে ধাক্কা মারে বাইক ছিটকে পড়ে TR07F0606 নাম্বারে সামনে থাকা মারুতি সুজুকি কোম্পানির গাড়ির পেছনে। বিকট শব্দের স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বোলোরো গাড়িটি। এদিকে বাইকটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। আহত বাইক চালকের পরিচয় পাওয়া যায়নি। গোকুলনগর থেকে কমলাসাগর কসবেশ্বরী মন্দির পর্যন্ত নতুন রাস্তা হওয়ার ফলে গাড়ির দ্রুতগতিতে চলছে উক্ত সড়কে যার ফলে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।