খোয়াই নতুন টাউন হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থা কারোরই নজর এরাইনি। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের বেশিরভাগ অংশই কিরকম যেন অমিল রয়ে গেল। তা অনুষ্ঠানের মহিলা ঘোষকের ঘোষণা গুলিতেই একে একে স্পষ্ট হয়ে উঠতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়াও উল্লেখযোগ্য বিষয় হলো মহকুমার সাংবাদিকদের ঘটা করে নেমন্তন্ন করে সংবাদ পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হলেও হলের মধ্যে পর্যাপ্ত আসন দেওয়া হয়নি সাংবাদিকদের। পাশাপাশি এক বোতল জলও দেওয়া হলো না হলের ভেতরে কর্মরত সাংবাদিকদের তৃষ্ণা নিবারনের জন্য। বাধ্য হয়ে এ সমস্ত বিষয়গুলা কিছু মানবিক অফিসারদের নজরে পড়লে তারা নিজেদের গাটের পয়সা খরচ করে বাইরে থাকা সাংবাদিকদের জলপানের ব্যবস্থা করে। কিভাবে সাংবাদিকদের নেমন্তন্ন করে নিয়ে গিয়ে একের পর এক অব্যবস্থার স্বীকার করানো হলো তা হলে থাকা সম্পন্ন মানুষদের দৃষ্টিগোচর হলো না। আর এছাড়া তো রয়েছেই নতুন সংযোজন ব্লগার, পার্সোনাল ক্যামেরা ম্যান তাদের দাপাদাপিতেতো সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উষ্ঠা গত প্রাণ। যাইহোক একগুচ্ছ চরম বিশৃংখল অব্যবস্থার আপ্যায়ন গ্রহণ করে টাউন হল ত্যাগ করে সাংবাদিকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post পঞ্চায়েত ব্যবস্থাকে অধিক শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী
Next post ADC তে পানিয় জলের সংকট! ৪ বছরে ADC উন্নয়নে ব্যার্থ মথা!
%d bloggers like this: