বিলোনিয়া মহকুমার রাজনগর পিআর বাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারী গ্রামে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মহিলার মৃত্যু হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত দশটার দিকে সন্তোষ সরকারের বসতঘরে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িটিকে গ্রাস করে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এলাকাবাসীরা আগুন দেখে দ্রুত রাজনগর ও বিলোনিয়া অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বাড়ির সদস্য সন্তোষ সরকার, তাঁর স্ত্রী টুলু রানী সরকার (৪৮) এবং তাঁদের ছেলে মিঠুন সরকার আগুনে গুরুতর দগ্ধ হন। প্রথমে তাঁদের বড়পাথরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে টুলু রানী সরকারের মৃত্যু হয়। এ ঘটনার জেরে দক্ষিণ কাশারী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।