লক্ষ লক্ষ সরকারি টাকা খরচ করে সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে ১১ মার্চ থেকে ১৩ মার্চ তিন দিনব্যাপী জেলা সরস মেলা আয়োজন করা হয়। ‘চলো দিদিরা সবাই, আত্মনির্ভর ত্রিপুরা বানায়’এই লেখা স্লোগানে গোটা মেলা প্রাঙ্গন সাজিয়ে তোলা হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার যেখানে দিদিদের আত্মনির্ভরের কথা বলা হয়েছে সেই জায়গায় মেলায় আগত বিভিন্ন স্বনির্ভর দলের দিদিরা বিস্ফোরক অভিযোগ করেন উদ্যোক্তাদের বিরুদ্ধে। কথা ছিল স্বনির্ভর দল পরিচালিত বিভিন্ন দোকানপাট এবং খাবার সামগ্রী তৈরি করে সেখানে বিক্রি করা হবে কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ফুটপাতের, বাজারের চাট বিক্রেতা থেকে শুরু করে, চা ঝালমুড়ি সবাইকে মেলার স্টলের সামনে জায়গা করে দেয়া হয় তাদের ব্যবসা করার জন্য। স্বনির্ভর দলের খাবারের স্টল নিয়ে আসা বেশ কয়েকজন দিদি অভিযোগ করে বলেন, সরকারিভাবে বলা হয়েছে আমাদের আত্মনির্ভরের লক্ষ্যেই এই মেলার আয়োজন কিন্তু বাস্তবে এই মেলায় দেখলাম তা আর কোনদিন দেখিনি। শুনুন কি বলছেন মেলাতে স্টল নিয়ে আসা দিদিরা। তাছাড়া লক্ষ লক্ষ টাকা খরচ করে মেলার আয়োজন করা হলেও জেলা ভিত্তিক এই মেলায় লোকসমাগম করতে পারেনি। ফ্লাক্স ফেস্টুনে লাখ লাখ টাকা খরচ করে সাজিয়ে তোলা হলেও জেলার মানুষকে জানাতে মানুষের কাছে প্রচার নিয়ে যেতে একেবারে ব্যর্থ হয়েছিলেন উদ্যোক্তারা।