ভারতীয় মজদুর সংঘ সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে ছয় দফা দাবি পূরণের লক্ষ্যে জেলাশাসক অনুপস্থিত থাকায় দাবি সনদ তুলে দিলো ADM-উপেন্দ্র জমাতিয়া হাতে। ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির নির্দেশ অনুসারে রাজ্যের সব কটি জেলার সাথে তাল মিলিয়ে সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সিপাহীজলা জেলা ADM হাতে দাবী সনদ তুলে দিলো ভারতীয় মজদুর সংঘ সিপাহীজলা জেলা কমিটির এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কমিটির সম্পাদিকা হেলেন দেববর্মা, জেলা কমিটির সভাপতি জীবন ভৌমিক সহ আরো অনেকেই দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ বন্ধ করা, সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা, অসংগঠিত ক্ষেত্রের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা, প্রকল্প কর্মীদের সরকারি কর্মীদের মতো সমান বেতন, এবং সামাজিক নিরাপত্তা প্রদান করা EPF-র বেতন সীমা ১৫০০০ থেকে ৩০০০০ টাকা বর্ধিত করা রাজ্যের মোট ৮টি জেলাতেই একই সাথে জেলা শাসকের হাতে দাবী সনদ পেশ করবে বলেও জানান রাজ্য সম্পাদিকা হেলেন দেববর্মা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কামরাঙ্গা তুলী নদীর দুই পাড়ের মানুষের ভরসা এখন বাসের সাকু ও নৌকা!
Next post প্রতিশ্রুতি ছিল আর প্রতিশ্রুতি পালন করল রাজ্য সরকার
%d bloggers like this: