২০১৮ সালে আমার সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি ছিল মানুষের সার্বিক প্রয়োজনে নির্বাচিত সরকার কাজ করবে। প্রতিশ্রুতিকে সামনে রেখে নিরন্তর ভাবে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। এর ফলেই বর্তমানে করইলং, বড়লুঙ্গা শিবির ,ঘনিয়ারবিল, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের চার ,পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষের যোগাযোগের উন্নয়নের জন্য জাতীয় সড়ক সন্নিহিত ছড়ার উপরে ৪৯ লক্ষ টাকা খরচ করে ব্রিজ তৈরি হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এই ব্রিজ তৈরি হয়ে গেলে এলাকার মানুষের যোগাযোগ ব্যাবস্থার মান যেমন উন্নয়ন হবে ,ঠিক একই রকম ভাবে গোটা এলাকার আর্থ সামাজিক ব্যাবস্থার মান বিকশিত হবে—– কথা গুলোর বক্তা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়।
এখানে উল্লেখ করা প্রয়োজন, তেলিয়ামুড়াতে জাতীয় সড়ক সন্নিহিত ছড়ার উপরে নবনির্মিত ব্রিজ পরিদর্শন করতে মঙ্গলবার বিধায়িকার নেতৃত্বে এক প্রতিনিধি দল এই জায়গা সফর করেন। এই সফর কালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে বিধায়িকা দাবি করেন,, এই সময়ের মধ্যে সরকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য নিরন্তর ভাবে কাজ করে চলেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, দীর্ঘদিন ধরেই এই এলাকায় সেতুর দাবি ছিল এলাকাবাসীদের। তবে দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষিত থাকলেও এই সময়ের মধ্যে সেতু নির্মাণের কাজ প্রায় শেষের দিকে থাকায় খুশির ঝলক এলাকাবাসীদের চেহারায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ছয় দফা দাবিতে ADM-র নিকট ভারতীয় মজদুর সংঘের ডেপুটেশান
Next post সীমান্তবাসীদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য বি এস এফের বিশেষ উদ্যোগ
%d bloggers like this: