বিলোনিয়া মহকুমার রাজনগর এলাকায় আজ স্মার্ট মিটার বাতিল সহ একাধিক দাবিতে সিপিআইএম-এর উদ্যোগে মিছিল ও গণ-অবস্থান কর্মসূচি সংগঠিত হয়।

দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়— স্মার্ট মিটার বসানোর নামে সাধারণ মানুষের উপর জোর করে আর্থিক বোঝা চাপানো হচ্ছে। বিদ্যুৎ বিল বৃদ্ধি, মিটার ত্রুটি এবং মিটার সংযোগে স্বচ্ছতার অভাব নিয়ে জনমনে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে।

সিপিআইএম নেতৃবৃন্দের দাবি, এই স্মার্ট মিটার প্রকল্প বাতিল না করলে এবং সাধারণ মানুষের স্বার্থরক্ষায় প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে নামবে তারা।

📢 এক বিক্ষোভকারী জানান—

“দিন আনে দিন খায় যারা, তাদের জন্য স্মার্ট মিটার অভিশাপ। প্রতি মাসে মিটারে গণ্ডগোল, অতিরিক্ত বিল এসে যাচ্ছে। এটা সাধারণ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র।”

মিছিলটি রাজনগরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষে গণ-অবস্থানে রূপ নেয়, যেখানে শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচি থেকে স্পষ্ট বার্তা—
জনবিরোধী সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলন থামবে না।

এ বিষয়ে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনো পর্যন্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ফটিকরায়ের শ্রীপুরে ৭ বছরের রাস্তা বেহাল, পঞ্চায়েত অফিসে তালা দিল ক্ষুব্ধ এলাকাবাসী!
Next post দুই নেশা কারবারির ২০ বছরের সশ্রম কারাদণ্ড!
%d bloggers like this: