এনডিপিএস আইনে দোষী সাব্যস্ত হল দুই মাদক কারবারি। আদালত তাদের প্রত্যেককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষাধিক টাকার জরিমানার নির্দেশ দিয়েছে।
অভিযুক্তরা হলেন বাগবাসা নোয়াগাঙ এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই মাদক পাচার ও চোরাচালানের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। কঠোর তদন্ত ও পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায়ে অন্য মাদক কারবারিদের মধ্যে কড়া বার্তা যাবে।