স্মার্ট মিটার বাতিল এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সিপিআইএম দলের উদ্যোগে ভবানীপুর বাজারে এক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম জেলা কমিটির সদস্য সুভাষ দেব। ভবানীপুরের বাণিজ্যিক এলাকায় সুসংগঠিতভাবে পরিক্রমা করে মিছিলটি শেষ হয় এক জমায়েত সভায়।
এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, বিগত কয়েক বছরে ভবানীপুরে রাজনৈতিকভাবে বামেদের ভূমিকা সীমিত ছিল। তবে মঙ্গলবারের সফল মিছিল প্রমাণ করে, সিপিআইএম দল ভবানীপুরে আবারও নিজেদের সংগঠন মজবুত করতে সক্রিয়ভাবে পথে নেমেছে।
সাধারণ মানুষ ও নানা স্তরের কর্মীদের উপস্থিতি এই কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। জমায়েত সভায় বক্তব্য রাখেন বামপন্থী বিধায়ক ও সিপিআইএম বিভাগীয় সম্পাদক শ্যামল চক্রবর্তী। তিনি দাবি করেন, স্মার্ট মিটার চাপিয়ে না দিয়ে মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার না হলে আন্দোলন আরও তীব্র হবে।