আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। তবে এই বার বিতর্ক অন্য পর্যায়ে। সামাজিক মাধ্যমে একাংশের দাবি— বয়কট করা হোক ভারত-পাকিস্তান ম্যাচ!

এই দাবিকে কেন্দ্র করে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে শুরু হয়েছে বিভক্ত প্রতিক্রিয়া।

❝সীমান্তে যখন রক্ত ঝরছে, তখন কীভাবে খেলার মাঠে বন্ধুত্ব!❞— এমন মন্তব্য করে অনেকেই ম্যাচ বয়কটের পক্ষে সওয়াল করেছেন।

Demands to boycott India Vs Pakistan match have been raised.

অন্যদিকে, একাংশ নেটিজেন বলছেন, “খেলাকে রাজনীতির সঙ্গে মেলানো ঠিক নয়। খেলার মাধ্যমে সৌহার্দ্য গড়ে উঠুক।”

বিশেষজ্ঞদের মতে, এমন বিতর্ক প্রতি বছরই দেখা যায় ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে, তবে এবারে এটি আরও বেশি মাত্রায় রাজনৈতিক আবেগের সঙ্গেই মিশে গেছে।

তবে শেষ পর্যন্ত ক্রিকেট বোর্ড ও দুই দেশের সিদ্ধান্তই নির্ধারণ করবে— মাঠে হবে প্রতিদ্বন্দ্বিতা, নাকি বিতর্কে হার মানবে খেলা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মানবিক দৃষ্টান্ত নারউড়ায় — ব্রেন টিউমারে আক্রান্ত যুবকের পাশে বিধায়ক সুশান্ত দেব
Next post বাল্য বিবাহ রোধে সচেতনতা প্রচার ফটিকরায়, কর্মশালায় যোগ দিলেন মন্ত্রী সুধাংশু দাস
%d bloggers like this: