ফ্যাসিবাদী কায়দায় হিন্দুত্ববাদকে কায়েম করার চেষ্টা করছে আরএসএস পরিচালিত বিজেপি দল | হিংসা বিদ্বেষ এবং সন্ত্রাস কে পুঁজি করে কেন্দ্র ও রাজ্য পরিচালনা করছে , বক্তা সিপিআইএম নেতা রতন দাস | সারা রাজ্যেই সিপিআইএম দলের বিভিন্ন পার্টি অফিস গুলিতে নভেম্বর বিপ্লব দিবস পালন করেছে দল | আগরতলায় মূল অনুষ্ঠানটি হয় সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে |এখানে লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান করে দলীয় পতাকা উত্তোলন করেছে সিপিআইএম নেতৃবৃন্দ | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক রতন দাস,ও মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্বরা | বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক রতন দাস কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন | এদিকে চরিলামে পতাকা উত্তোলন ও শহীদ বেদি স্থাপন করে ১০৬ তম নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয় | তার আগে দীর্ঘদিন বন্ধ থাকা পার্টি অফিসটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে দলীয় কর্মীরা | এদিন রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএম কর্মীসমর্থকরা মিছিল-মিটিং ও আলোচনাচক্রের মাধ্যমে দিবসটি পালন করেছে বলে খবর পাওয়া গেছে | তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই |