ইন্দিরা গান্ধীর জন্মদিনেই নতুন করে রাস্তায় নামবে রাজ্য কংগ্রেস। সেদিন গোটা রাজ্যজুড়ে ত্রিপুরা বাঁচাও ভারত জড়ো যাত্রা সংঘটিত করার সিদ্ধান্ত নেয় প্রদেশ কংগ্রেস। রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের ১৬ টি কেন্দ্রে এক যুগে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। কর্মসূচিকে সফল করে তোলার জন্য বিধায়ক সুদীপ রায় বর্মনকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে প্রস্তুতি কমিটি। সোমবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিৎ সিনহা। শ্রী সিনহা এদিন আরো জানান, কেন্দ্রীয়ভাবে আগরতলায় আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইনচার্জ জয়রাম। অপরদিকে ধর্মনগর ও কৈলাশহরে এই ত্রিপুরা বাঁচাও ভারত জড়ো যাত্রার সূচনা করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ডঃ অজয় কুমার। তিনি আরো বলেন বিজেপির অপশাসন থেকে রাজ্যবাসীকে মুক্ত করতে এই অভিযান যাত্রা। যাত্রা কে সফল করে তোলার জন্য আগামী নয় নভেম্বর আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ বৈঠক।