সিপিআইএমের প্রচারসজ্জা নষ্ট করার প্রতিবাদে সড়ক অবরোধ—/৭ই নভেম্বর মহান নভেম্বর বিপ্লব দিবসে সিপিআইএমের প্রচারসজ্জা নষ্ট ও লেনিনের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ।
খোয়াই মহকুমা এলাকার বিভিন্ন স্থানে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে পালন করা হয় মহান নভেম্বর বিপ্লব দিবস। খোয়াই মহকুমার অন্যান্য স্থানের ন্যায় খোয়াই তাতচৌমুনী এলাকায় সিপিআইএম পার্টি অফিসের সামনে নভেম্বর বিপ্লব দিবস উদযাপন করা হয় আজ সকাল সাতটায়। উদযাপন করার কিছুক্ষণ পর একদল দুষ্কৃতিকারী সিপিআইএমের প্রচারসজ্জা ও লেলিনের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে সোমবার সকাল ৯ টায় তাঁতচৌমুনী এলাকায় খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে। এই অবরোধের ফলে রাস্তার দুপাশ ব্যাপক যানজট সৃষ্টি হয়। অবরোধস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। অররোধকারি দের পুলিশ গ্রেপ্তার করে ধলাবিলস্থিত পুলিশ লাইনে নিয়ে যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিক্ষোভ মিছিল করলো ভারতীয় জনতা যুব মোর্চা ২৮ তেলিয়ামুড়া মন্ডল কমিটি
Next post কমপক্ষে 55 টি আসন নিয়ে ২৩-এ বি জে পি ক্ষমতায় আসছে – হেমন্ত বিশ্ব শর্মা
%d bloggers like this: