সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতিও চলছে এখন জোর কদমে। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী বুধবার রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের খসড়া সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হয়।খসড়া ভোটার তালিকা রুপোর দাবি ও আপত্তি গ্রহণের কাজ মূলত শুরু হলো এদিন থেকেই। যা চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। দাবি ও আপতির উপর শুনানি এবং নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী ২৬ ডিসেম্বর। ঘোষণা অনুযায়ী আগামী ৫ই জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে ভোটার তালিকা প্রকাশ করার আগে ১৮ বছরের ঊর্ধ্বে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তালিকায় নাম নথিভুক্ত করতে পারবে। তাই ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী কর্মসূচির অঙ্গ হিসেবে নতুন ভোটারদের মধ্যে সচেতন গড়ে তোলার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বুধবার সকালে আগরতলায় অনুষ্ঠিত হয় এক বাইসাইকেল রেলি। রাজ্য নির্বাচন দপ্তরের উদ্যোগে এদিন সকালে রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে বাইসাইকেল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সবুজ পতাকা নেড়ে সচেতনতামূলক এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে, মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক, রাজ্যের গর্ব অলিম্পিয়ান দীপা কর্মকার ও তার প্রশিক্ষক দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী।