দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে পুড়ে ছাই নদী লাখ এলাকায় এক মুদির দোকান। আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানটি। রাজ্য বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক হিংসাত্মক ঘটনা যেন ততই বেড়ে চলেছে। সন্ত্রাস, হামলা হজ্জ্বতি, অগ্নিসংযোগ বোমাবাজির ঘটনা প্রতিনিয়তই উঠে আসছে জন সম্মুখে। বিশালগড় উত্তর রাউৎখলা এলাকার রাজনৈতিক সন্ত্রাসের ফলে বোমা বাজী, গুলি কান্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার দোকানের মধ্যে অগ্নি সংযোগের ঘটনা। বুধবার গভীর রাতে নদিলাখ এলাকার বিরোধী দলের কর্মী নাসির মিয়ার দোকানে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় পুরো দোকান। জানা যায় বেশ কয়েকদিন আগেও নাসির মিয়ার দোকানটি ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। তার রেশ কাটতে না কাটতে বুধবার দুষ্কৃতিকারীরা তার দোকান পুড়ে ছারখার করে দেয়। বুধবার ভোরে প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর দেয় দোকানের মালিককে। নাসির তার দোকান পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখেন আগুনে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় তার সম্পূর্ণ দোকানটি। কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে নাসিম। জানা যায় প্রায় লক্ষাধিক টাকার পন্যসামগ্রী মঙ্গলবার নিয়ে এসেছিলেন বিক্রি করার জন্য। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। এখন দেখার বিষয় পুলিশ দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে কিনা।