বুধবার বিকেলে বিলোনিয়ার জেল রোড এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘটে l এদিন বিকেলে শহরের জেল রোড এলাকা থেকে বিলোনিয়া থানায় খবর আসে জেল রোড এলাকার জৈনক প্রদীপ দেবনাথের বাড়ির খড়ের নিচে সুতলি বাঁধানো ভারী দুটি গোলাকৃতির বোমার মত উদ্ধার হয়েছে। এলাকারই বাসিন্দা সুকান্ত দেবনাথ কাপড় শুকাতে দিয়ে আসার সময় খড়ের স্তূপ থেকে গৃহ পালিত প্রাণীর জন্য খর আনতে গিয়ে হটাৎ গোলাকার বোমার মত দেখতে পেয়ে আঁতকে উঠে। সাথে সাথে এলাকাবাসী জানতে পেরে বিলোনিয়া থানায় খবর দেয়। পুলিশ সাথে সাথে ছুটে আসে ঘটনাস্থলে। এরপর খুব সাবধানের সাথে এই দুটি বোমা গুলি উদ্ধার করে খালি জায়গায় রেখে দেয়। এই ঘটনার খবর পেয়ে বহু লোক ঘটনাস্থলে ছুটে আসে l পুলিশ এর তরফে এলাকাটি বেরিগেট করে রাখা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে এটি কি সত্যিকারের বোম নাকি অন্য কিছু। এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে l এখন এলাকায় আতঙ্ক বিরাজ করছে l