রাজধানী আগরতলা শহরের নতুন করে শুরু হল রাম পূজা | হনুমান পূজা, গণেশ পূজার প্রচলন রাজ্যে শুরু হয়েছিল অনেক আগে থেকেই বর্তমানে একদল উৎসুক জনতা নতুন করে শুরু করেছে রাম পূজা | পূজার আয়োজন করেছে শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটি | সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির সম্পাদ ককমল দেব জানান , মূলত রাজ্যবাসীর কল্যাণ কামনার্থেই নতুন করে নাম পূজার আয়োজন করেছে দক্ষিণাঞ্চল ক্লাব কমিটি | দু দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সমাজের সকল অংশের মানুষ কে ভগবান শ্রী শ্রী রামের আশীর্বাদ গ্রহণ করার অনুরোধ জানিয়েছে ক্লাব কমিটি | শুক্রবার সন্ধ্যায় বিতরণ করা হবে মহাপ্রসাদ |