সামনেই ২৩’র বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাপ এবং শক্তি প্রদর্শনের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বি জে পি’র তরফে রথ যাত্রা করা গোটা রাজ্যে। এই রথযাত্রার সুচনা করবেন অমিত শাহ। ৫ জানুয়ারি থেকে শুরু হবে এই রথযাত্রা। এই রথযাত্রার নাম দেওয়া হয়েছে জন বিশ্বাস যাত্রা। দুটো রথ রাজ্যের দুইপ্রান্ত থেকে যাত্রা শুরু করবে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং দক্ষিন ত্রিপুরা জেলার সাব্রুম থেকে ৫ জানুয়ারি এই রথযাত্রা শুরু হবে। দুটোর শুভসূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সমাপন করবেন বি জে পি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এইকথা জানান বি জে পি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও এদিন এই সাংবাদিক সম্মেলনে ছিলেন দুজন জেনারেল সেক্রেটারি অমিত রক্ষিত এবং টিংকু রায়। ৫ তারিখ ধর্মনগর থেকে বেলা ১১টায় এই রথযাত্রা শুরু হবে এবং বিকেল ৩টায় সাব্রুম থেকে আরও একটি রথযাত্রা শুরু হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নতুন বছরের প্রথম দিন থেকেই প্রচারে ঝড় তুলবে বি জে পি
Next post জিবি হাসপাতালের জেনারেটর বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা
%d bloggers like this: