আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা l এরপরই 2022 সালের ইতি টানবে। আসন্ন ২০২৩ সাল ঘিরে প্রত্যাশা রয়েছে অনেক। রাজনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর, কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই একটি বছরই হাতে রয়েছে প্রস্তুতির জন্য। কেন্দ্রীয় সূত্রে খবর, নতুন বছরে বড়সড় রদবদল আসতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভায়। আসন্ন বাজেট অধিবেশনের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ করা হতে পারে। বড় পরিবর্তনও আনা হবে মন্ত্রিসভায়। নতুন বছরেই বিজেপির জাতীয় সভাপতি হিসাবে জেপি নাড্ডার মেয়াদ শেষ হচ্ছে। সেই সময়ই এই পরিবর্তন আনা হবে বলে জানা গিয়েছে।কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, মকর সংক্রান্তি থেকে বাজেট অধিবেশনের শুরুর আগে, মাঝের এক-দুই সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল আনা যেতে পারে। মন্ত্রীদের সংখ্যা যেমন বাড়ানো হতে পারে, তেমনই একাধিক মন্ত্রীদের পদে অদল বদল করা হতে পারে। সূত্রের খবর, ২০২৩ সালে ৯টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই মন্ত্রিসভায় রদবদল করা হতে পারে। মধ্য প্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থান থেকে বেশ কয়েকজন সাংসদকেও মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হতে পারে।