নালার জল পান করে বেঁচে আছেন ! ৮ কোটি টাকার ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত হয়ে পড়ে আছে। নারী দিবসে এলাকার সমস্যা নিয়ে সোচ্চার পাবিয়াছড়া বিধানসভার লালজুরি ব্লকের জয়মনি পাড়ার রমণীরা। 50 পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের লালজুরী ব্লকের আওতাধীন জয়মনি পাড়া পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের সাক্ষ্য আদাম গ্রামে ২০২২ এবং ২০২৩ DWS দপ্তর থেকে জলজীবন মিশন নামে একটি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট কাজ শুরু হয়েছে,
কাজের মোট ব্যয় হয়েছে ৮ কোটি ৭৫ হাজার টাকার অধীক,মূলত ডেপাছড়া দেওনদী থেকে আনা হবে পাইপ লাইনের মাধ্যমে সাক্ষ্য আদামে জলের ট্রেংকিতে পরিষ্কার পরিশুদ্ধ করে গোটা জয়মনিপাড়া এডিসি ভিলেজে সাপ্লাই দেওয়ার কথা ছিল কিন্তু এখন গ্রামবাসীদের অভিযোগ অর্ধসমাপ্ত কাজ করে বন্ধ করা হয়েছে সেই জলজীবন মিশনের ওয়াটার সাপ্লাইয়ের কাজ, টাকাগুলো বাতাসের সঙ্গে উঠছে, সেখানে কাজটির দেখাশোনার মত কেউ নেই , এবং কাজগুলি অতি নিম্নমানের হয়েছে যেমন টাইজ গুলি যে লাগানো হয়েছে সেটাও নাকি কাগজের স্টিকার দিয়ে তৈরি, কাজটি তিন জন ঠিকাদার মিলে কাজটি করছে, বলে জানান স্থানীয় এলাকাবাসী।
এই কাজগুলির দায়িত্বে রয়েছে কাঞ্চনপুর পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের
আধিকারিকরা।তাই আজ সাংবাদিকের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করেন এবং সুষ্ঠু তদন্ত করে দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য আহ্বান করেন গ্রামবাসীরা l
কিন্তু সেখানে একহাজারের অধিক জাতী জনজাতী মানুষের বসবাস করছে।
কিন্তু দেখা কাজের সাইনবোর্ড গুলি মাটিতে গড়াগড়ি করছে বর্তমানে।