মাছমারা এলাকায় দেওয়ানবাড়ি গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের গ্রামে প্রবেশ করার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, তৎকালীন বামেদের আমল থেকেই এই রাস্তাটি বেহাল দশায় গ্রামবাসীদের চলাচলের উপযোগী নয় রাস্তাটি গ্রামবাসীরা বিপাকে গ্রামের মানুষেরা হঠাৎ কোনো বিপদজনক দুর্ঘটনার কবলে পড়লে কোন ধরনের গাড়ি আসতে পারে না গ্রামে বিপদজনক অবস্থায় জীবনযাপন কাটাচ্ছেন ঐ গ্রামের মানুষেরা।। দীর্ঘ বৎসর কেটে গেলেও নজর দেয়নি দপ্তর কর্তৃপক্ষ।। উল্লেখ্য বিষয়ে বর্তমান TTADC সরকারের আওতায় লিপিবদ্ধ রয়েছে রাস্তাটি হস্তান্তর করেনি PWD দপ্তর কে।। তাদের অভিযোগ TTAADC সরকারের নিকট দীর্ঘদিন ধরে দাবি করার সত্ত্বেও দপ্তর নিরব ভূমিকা পালন করছেন,, কোন হেলদোল নেই এডিসি প্রশাসনের,,তাই শুক্রবার দুপুরে মাছমারা বাজার থেকে গ্রামবাসীরা এক রেলির মাধ্যমে পাবিয়াছড়া মন্ডল সেক্টরের কার্যকর্তাদের কে সঙ্গে নিয়ে আবার ও দেওয়ানবাড়ি এলাকার স্থানীয় গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা মাছমারা Sub Zonal অফিসে স্মারকলিপি দিলেন।। তাদের দাবি অতিসত্বর মাছমারা দেওয়ানবাড়ি এলাকায় প্রবেশ করার একমাত্র রাস্তাটি সংস্কারের কাজ করানো হয়।।