পুলিশের সামনেই মহিলা কমিশনের চেয়ারপার্সনকে টানা হ্যাচড়া বিজেপি কর্মীদের।।
ধর্মনগরে আক্রান্ত রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোষ্বামি। দলীয় টিকেট না পাওয়ায় প্রার্থী বিশ্ব বন্ধু সেনের ভোট কাটতে দাদন বিলির অভিযোগ এনে উত্তাল ধর্মনগর জেল রোড এলাকা। পুলিশের সামনেই হাতাহাতি, চড়ম আকার ধারণ করেছে। আক্রান্ত হয়েছে বর্ণালী গোস্বামী সহ বেশ কয়েকজন। পুলিশ এখনো মহিলা কমিশনের চেয়ারপার্সন কে উদ্ধার করতে সক্ষম হয়নি।