আবারো মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দিল এয়ার ইন্ডিয়ার বিমানে। ইঞ্জিন ফুটো হয়ে চুইঁয়ে পড়ছিল তেল। তাতে তড়িঘড়ি জরুরি অবতরণ করা হয় এয়ার ইন্ডিয়া বিমানটি। বুধবার নিউইয়র্ক থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়া-র ৭৭৭-৩০০ ER বিমানটি ।মাঝ আকাশে বিপত্তির জেরে বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় সুইডেনে। সেখানে স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণ হয় বিমানটির। এদিন নিউইয়র্ক থেকে দিল্লি আসার পথে বিপত্তি দেখা দেয় বিমানটিতে। সেই সময় বিমানটিতে প্রায় ৩০০ যাত্রী ছিল। হঠাৎ দেখা যায়, বিমানের ইঞ্জিন চুঁইয়ে তেল পড়ছে। তাতেই বিপদ আঁচ করে বিমানটির জরুরি অবতরণ করান পাইলট।বর্তমানে বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এদিকে খবর পেয়ে স্টকহোম বিমানবন্দরে একাধিক দমকলের ইঞ্জিন দাঁড়িয়েছিল। সেখানে জরুরি অবতরণ ঘটে এয়ার ইন্ডিয়ার বিমানটির।তেল চুঁইয়ে পড়ার আঁচ পেয়ে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। পরে স্টকহোম বিমানবন্দরে পরীক্ষা করে দেখা যায়, দু’নম্বর ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ছিল। বিমানটির ইঞ্জিন খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা।