বিএমএসের জলছত্র তছনছ এমনই অভিযোগ উঠে এসেছে বিলোনিয়া বিএমএসের সংগঠনের পক্ষ থেকে শনিবার দুপুরে। যদিও বা বিএমএসের পক্ষ থেকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছে বিরোধী দলের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে নাকি বিরোধী দলের দুষ্কৃতিকারীরা তাদের নির্মিত জলছত্র ভেঙ্গে, জলছত্রে লাগানো প্রায় ১৫০০ টাকার গেরুয়া কাপড় খুলে নিয়ে যায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ডেকে এনে এই অভিযোগ জানিয়ে তীব্র নিন্দা জানান বিএমএসের রাজ্য কমিটির সদস্য শিবতোষ মজুমদার। পাশাপাশি জলছত্র ভাঙ্গচুরের ঘটনা নিয়ে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করবে বলেও জানান সংগঠনের নেতৃত্বরা । সাথে ছিলেন বিলোনিয়া বিএমএস সংগঠনের অন্যান্য নেতৃত্বরাও । ২৫ শে ফেব্রুয়ারি থেকে ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে এই জলছত্র খোলা হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সহ অভিভাবকদের জন্য । বিলোনিয়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এই জলছত্র খোলা হয়। এই জলছত্র থেকে জল দান সহ অভিভাবকদের জন্য বসার ব্যাবস্থা করেছে বিএমএসের পক্ষ থেকে। কিন্তু শুক্রবার রাতে কে বা কাহারা এই জলছত্রে তান্ডব চালিয়ে গেরুয়া কাপড় খুলে নিয়ে যায় বললেও পরোক্ষনে বিরোধী দলের উপর অভিযোগের আঙুল তুলে দিলেন বিএমএস সংগঠন । এই নিয়ে অনেকটা হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। অনেকের অভিমত যদি বিরোধী দলের দুষ্কৃতিকারীদের দ্বারা যদি এই ধরনের ঘটনা হতো তাহলে জলছত্র অক্ষত ভাবে দাঁড়িয়ে থাকতে না। ভাঙ্গা অবস্থায় পাওয়া যেত । জলছত্রের টিনের ছাউনি সহ বাঁশ খুলে নেওয়া হয় নি অথচ গেরুয়া কাপড় খুলে নেওয়ার অভিযোগ এইটাও যে বস্তা পচার মতো স্বস্তা রাজনীতি করতে চাইছে বিলোনিয়ার বিএমএস নেতৃত্বরা এমনই অভিমত অভিজ্ঞমহলের । রাজনীতির পারদ এখনো চড়ে নাই , এরপরও স্বস্তা রাজনীতি করে তাওয়া গরম করতে চাইছে বলে রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখ থেকে এমনও গুঞ্জন উঠে আসছে ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দোল পূর্ণিমা কে সামনে রেখে তেলিয়ামুড়া রাম ঠাকুর সেবা মন্দির হাতে নিল একাধিক কর্মসূচি
Next post হিন্দি সিনেমার কায়দায় আক্রমন! রক্তাক্ত এক মহীলা
%d bloggers like this: