শুক্রবার সন্ধ্যায় বস্কনগর পুটিয়া এলাকায় B.S.F এর গুলিতে নিহত হয় এমডি আলামিন। পরবর্তী সময়ে বিএসএফ জোয়ানরা এমডি আলামিনকে মহাকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। ময়না তদন্ত করার পর বেরিয়ে আসবে সঠিক তথ্য।