বিবস্ত্র করে রাস্তায় হাঁটিয়ে গণধর্ষণ করা হয়েছে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। গোটা ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মণিপুরের দুই নির্যাতিতা। কিন্তু কেন্দ্র সরকারের প্রস্তাব মত ঘটনার সিবিআই তদন্তে আপত্তি জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে দুই নির্যাতিতার আবেদন, অসমের পরিবর্তে অন্য কোনও রাজ্যে গিয়ে এই ঘটনার তদন্ত হোক। অন্যদিকে, কুকিদের তরফে সওয়াল করা আইনজীবী জানিয়েছেন, মণিপুরের কোনও আধিকারিককে যেন তদন্তভার দেওয়া না হয়। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মামলার শুনানি শুরু হয়। প্রথমেই নির্যাতিতাদের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিবল বলেন, ভাইরাল ভিডিওর ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে কেন্দ্র সরকার। গোটা ঘটনার তদন্ত মণিপুরের পরিবর্তে অসমে করতে চাইছে তারা। কিন্তু সেটা চান না নির্যাতিতারা। সিবল বলেন, পুলিশের উপস্থিতিতেই হেনস্তার শিকার হতে হয়েছে। কোনও নিরপেক্ষ সংস্থারই সেই ঘটনার তদন্ত করা উচিত। যদিও কেন্দ্রের তরফে বলা হয়েছে, অসমে তদন্ত করার কথা বলা হয়নি তাদের তরফে। মণিপুরের বাইরে যেকোনও রাজ্যেই তদন্ত হতে পারে। তবে সোমবারের শুনানি চলাকালীন উঠে আসে মণিপুরের আরও অভিযোগ। ভাইরাল ভিডিওর দুই মহিলা ছাড়াও আরও অনেকেই নির্যাতিত হয়েছেন সেরাজ্যে। সেই বিষয়টি তুলে ধরে বিশেষ তদন্ত কমিটি গঠনের আরজিও জানানো হয়েছে শীর্ষ আদালতে। তবে শেষ পর্যন্ত কার হাতে যাবে তদন্তভার, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট। তবে কেন্দ্রের তরফে বলা হয়েছে, মণিপুরের ঘটনার পরিসংখ্যানের দিকে সুপ্রিম কোর্ট যদি নজর রাখে তাহলে কোনও আপত্তি নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক নারী সমিতি।
Next post জুম চাষ করেই জীবন যাপন করছে জনজাতি অংশের মানুষ।
%d bloggers like this: