রাঙাপানিতে ভয়াবহ রেল দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মালগাড়ির। মৃত অন্তত ১৫। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, অন্তত ৬০ জন আহতের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন হাসপাতালে। এরই মধ্যে রাজ্য সরকারের তরফে যাত্রীদের সহযোগিতার বিভিন্ন বন্দোবস্ত করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডলের মাধ্যমে জানিয়েছেন, রেল দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা ও কম চোট লাগা যাত্রীদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে।এর আগে, পিএমও জানিয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। দার্জিলিং, সিকিম-সহ পাহাড়ে ঘুরতে যাওয়া অনেক পর্যটক আটকে পড়েছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে। আবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেকের সফর পরিকল্পনা বাতিল হয়েছে। তাঁরা শিলিগুড়ি অবধি পৌঁছলেও এবার ট্রেন বা বাস ধরে নিজেদের গন্তব্যে ফেরার পরিকল্পনা করছিলেন। এই পরিস্থিতিতে ট্রেন ও বাসের টিকিটের চাহিদা প্রচুর। তার মধ্যে রেল দুর্ঘটনায় অনেক ট্রেন বাতিল করা হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরাও দুর্ঘটনাস্থলে আটকে পড়ে কী করবেন ভেবে উঠতে পারছেন না। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকাজ থেকে শুরু করে আটকে পড়া যাত্রীদের সহযোগিতা করছে জেলা পুলিশ ও প্রশাসন। উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, যাত্রীদের শিলিগুড়ি বা কাছাকাছি কোনও জায়গায় পৌঁছে দিতে রাঙাপানিতে দুর্ঘটনাস্থলে ১০টি বাস পাঠানো হয়েছে।
Enhanced ex-gratia compensation will be provided to the victims;
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 17, 2024
₹10 Lakh in case of death,
₹2.5 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.
এ ছাড়াও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে যাঁরা কলকাতা বা অন্যান্য গন্তব্যে যাচ্ছিলেন তাঁদের পৌঁছে দিতেও অতিরিক্ত বাস চালানো হবে। এমনিতেই কলকাতা পর্যন্ত সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস চলে। এনবিএসটিসি চেয়ারম্যান জানিয়েছেন, শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে কয়েকটি অতিরিক্ত বাস কলকাতার উদ্দেশ্যে বিকেলের দিকে রওনা হবে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুর্ঘটনাস্থলে পৌঁছবেন। সকালেই সেখানে গিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। পুলিশ, প্রশাসনের পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দারা ৫-৬টি শবদেহ উদ্ধার করেছেন। সাংসদের সঙ্গে কথা হয়েছে রেলমন্ত্রীর। দুর্ঘটনার তদন্তের আশ্বাস দেন তিনি।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব দুর্ঘটনাস্থলে গিয়ে জানান, ১৫ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি। নিহতদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড মারা গিয়েছেন। তিনি শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।