২২শে ফেব্রুয়ারী,গতকাল রাএি আনুমানিক তিনটা নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ বাজার থেকে MZ 02 9574 নম্বরের একটি হোন্ডাই গাড়িকে অবৈধ চিড়া কাঠ সমেত আটক করে পানিসাগর ফরেস্ট দপ্তরের কর্মীরা।ঘটনার বিবরনে যানা যায় যে,গতকাল রাএিতে গোপন সুএের ভিওিতে পানিসাগর ফরেস্ট দপ্তরের কর্মীরা আসাম আগরতলা জাতীয় সড়কের কৃষি বিজ্ঞান কেন্দ্র সংলগ্ন এলাকায় উৎপেতে বসে গাড়িটিকে সিগনাল দিলে ফরেস্ট দপ্তরের ভয়ে একটি বলেরো পিকআপ ও একটি হোন্ডাই গাড়ি প্রচন্ড গতিতে পালিয়ে যায়।ফরেস্ট দপ্তরের কর্মীরা পিছু দাওয়া করলে বলেরো গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হলেও হোন্ডাই গাড়িটি পালাতে গিয়ে বিলথৈ বাজারে প্রবেশ করে নিয়ন্ত্রণ হারিয়ে পবিএ রায়ের দোকান ভেঙে আটকে পরে এবং চালক পালিয়ে যায়।পরবর্তীতে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসাহয় পানিসাগর ফরেস্ট অফিসে।অপরদিকে একই সময়ে পানিসাগর থানাধীন রৌয়া এলাকার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ উদ্দিন(৪৫) পিতা তজিব আলী নিজ অল্ট্রো কে টেন টি,আর,০২ জি,০৭৫২ নম্বরের গাড়ি নিয়ে দ্রুত গতিতে পানওসাগর থানার গিয়ে প্রবেশ করে।তিনি অভিযোগ করেন তিনি নাকি রাএি তিন ঘটিকায় মাছ আনতে দামছড়ার উদ্দেশ্যে বাহির হলে একটি লাল রঙের অল্ট্রো গাড়ি নিয়ে ওর পিছু দাওয়া করে।তাই তিনি প্রাণ বাচাতে পানিসাগর থানায় গিয়ে উটে।তিনি জানান গাড়িতে থাকা এক জন কে তিনি চিনতে পেরেছেন,ওর নাম নজরুল উদ্দিন, বাড়ি ধর্মনগরের নোয়া পাড়া এলাকায়।তিনি পেষায় একজন চিড়া কাট ব্যাবসায়ী।তিনি নাকি অভিযোগ করেন ওনাদের কাঠের গাড়ি গুলিকে নাকি সিরাজ ফরেস্ট দপ্তরকে দিয়ে ধরিয়ে দিয়েছে।তাই সিরাজ কে প্রানে মারার চেষ্টা করে।সিরাজ উদ্দিন কে পানিসাগর থানায় আটক করে রাখা হয়েছে।এই নিয়ে পানিসাগর থানার পুলিশ তদন্ত কার্য চালিয়ে যাচ্ছে।ধারনা করা হচ্ছে অবৈধ কাঠ পাচার করাকে কেন্দ্র করে দু গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা।অপরদিকে বিলথৈ বাজারে ব্যাবসায়ী দোকানের ক্ষয় ক্ষতির জন্য আজ পানিসাগর থানার দারস্থ হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post রাজ্য নির্বাচন কমিশনার এবং ডিজিপি দক্ষিণ জেলা সফর।
Next post গোটা বিশ্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়জয়কার
%d bloggers like this: